Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

কি কি সেবা পাবেন

      ৬নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ সদর যশোর ইউ আই এস সি তথ্য সেবা কেন্দ্রে প্রবেশ করায় আপনাকে ধন্যবাদ

          আমাদের সেবা সমুহ নিম্নে দেওয়া হল

১/ পর্চা প্রদান করা হয়

২/ মতা মত প্রদান করা হয়।

৩/ইন্টার নেট সংযোগের মাধ্যমে এক দপ্তর হতে অন্য দপ্তরে জনগনের যে কোন ধরনের মতামত/ সমস্য প্রেরন করা ও তার সমাধান করা হয়।

৪/সরকারী/বেসরকারী/কোম্পানি/এনজিও সহ সকল প্রতিষ্টান কে মাল্টিমিডিয়া প্রজেক্টার ভাড়া দেওয়া হয়।

৫/বিভিন্ন সরকারী অনুষ্টান যেমন জনসচেতনা মুলক সিডি মাল্টিমিডিয়া প্রজেক্টরে সল্প খরচে প্রদর্শন করা হয়।

৬/সরকারী/বেসরকারী/এনজিও/কোচিং সেন্টারের সাপ্তাহিক /মাসিক প্রশ্ন পত্র ও পরিচয় পত্র তৈরী করা হয়।

৭/স্বল্প খরচে বিদেশ কথা বলা যায়

৮/পাসপোর্ট ফরম সহ সরাকারী যে কোন ধরনের ফরম পাওয়া যায়

৯/বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম পাওয়া যায়।

১০/ রঙিন ছবি তোলা ও ডিজিটাল ক্যামেরা ভাড়া দেওয়া হয়।

১১/বিশ্বের যে কোন রাষ্ট্রে ই-মেইল প্রেরন করা হয়।

১২/কম্পিউটার কম্পোজ করা হয়।

১৩/প্রিণ্ট করার সুযোগ আছে

১৪/চাকরীর তথ্য দেওযা হয়

১৫/জীবন বীমার সকল সেবা সহ সঞ্চয় করার নিশ্চয়তা দেওয়া হয়।এবং আপনার এলাকায় গিয়ে জীবন বীমা করানো হয়,যার ১০০% নিশ্চয়তা বাংলাদেশ সরকার আপনাকে দিবে। বীমার ধরন মাসিক /বাৎসরিক/পেনশিয়ন/শিশুবীমা সহ অন্যান্য

১৬/ উদ্যোক্তা দ্বারা সুন্দার মনোরম পরিবেশে ইউনিয়ন পরিষদে দেওয়া হয় কম্পিউটার প্রশিক্ষণ।

১৭/ অন লাইনে জন্ম নিব্ধন করা হয়।

বিঃ  দ্রঃ- সোনার বাংলা হবে ডিজিটাল তাই অর্থ নয় স্বল্প মুল্যে সেবা প্রদান করাই আমার কাম্য।